সেমিফাইনালে পেরুকে ভয় পাচ্ছে ব্রাজিল!

ইউরোর মতো কোপা আমেরিকাও এখন সেমি ফাইনালের মঞ্চে। বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৫টায় রিও ডি জেনিরোর নিলুন সান্তোস স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে পেরুর বিপক্ষে লড়বে স্বাগতিক ব্রাজিল।

দুই বছর আগে সবশেষ আসরের ফাইনালে এই পেরুকেই ৩-১ গোলে হারিয়ে কোপা জিতেছিল সেলেকাওরা। এবারও গ্রুপপর্বে পেরুকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তিতের দল।

সে হিসেবে অনেকটা নির্ভার থাকার কথা নেইমার-কাসেমিরোদের। কিন্তু সেই পেরুকে ‘ভয়’পাচ্ছে ব্রাজিল। ঘুম হারাম কোচ তিতের।

সেমিফাইনালের আগে করা সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচের বক্তব্যে এমনটা বোঝা গেল।

তিনি জানিয়েছেন, যতটা সহজ ভাবা হচ্ছে, তত সহজ হবে না পেরুর বিপক্ষে ম্যাচটি। পেরু গত আসরের ফাইনালিস্ট। এবারও সে লক্ষ্য নিয়েই মাঠে নামবে তারা।

কোচ তিতের এমন দুর্ভাবনার কারণ হতে পারে আরো দুটি কারণ। একটি কোয়ার্টার ফাইনালের খেলা অন্যটি গ্যাব্রিয়েল জেসুসের অভাব।

কোয়ার্টার ফাইনালে চিলিকে হারাতে ঘাম ঝরিয়েছেন তিতের শিষ্যরা। প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে ফিরমিনোর বদলি হিসেবে নামেন পাকুয়েতার একমাত্র গোলে কোনোমতে উতড়ে গেছে ব্রাজিল।

বাকিটা সময় নিজেদের পোস্ট সুরক্ষিত রাখতেই অতিরক্ষণাত্মক কৌশল বেছে ১-০ তে জিতে সেলেকাওরা। নেইমারদের সেই খেলা উপভোগ্য হয়নি তেমন ব্রাজিলভক্তদের কাছে।

অন্যদিকে আরেক কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের বিপক্ষে দুর্দান্ত খেলেছে পেরু। দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলেছে তারা। যার ফলে প্যারাগুয়ের জালে ৩ গোল জড়িয়েছে তারা।

পরে ৩-৩ সমতায় টাইব্রেকারে প্যারাগুয়ে হারিয়ে সেমিফাইনালে উঠেছে পেরু। সেখানেও দুর্দান্ত ছিলেন রিকার্ডো গেরেসার শিষ্যরা

এদিকে চিলির ম্যাচে গ্যাব্রিয়েল জেসুসের লালকার্ড দেখায় সেমিতে তাকে পাচ্ছে না ব্রাজিল। এমন একজন স্ট্রাইকারের অনুপস্থিতি কিছুটা হলে ভোগাবে ব্রাজিলকে। এসব বিষয় বিবেচনায় এনে সেমিকে পেরুর বিপক্ষে বেশ সতর্ক ব্রাজিল।

তবে গ্রুপপর্বের ম্যাচটি ভুলে যেতে চান তিতে। তিনি বলেন, দুইটি ম্যাচ আলাদা এবং পরিস্থিতি-সময়ও আলাদা। পাশাপাশি এই ম্যাচের চাহিদাও অনেক উঁচু। তাই আমাদের লক্ষ্য অর্জনের জন্য তাদের চেয়ে ভালো খেলা জরুরি। কারণ পেরুও ফাইনালে যেতে চায়, তাদের লক্ষ্যও একই। তাই আমাদের সতর্ক ফুটবল খেলতে হবে।

গুরুর মতো একই কথা বলেছেন ব্রাজিল দলের মিডফিল্ডার ফ্রেড। তিনি বলেন, আমরা ফাইনালের ব্যাপারে চিন্তাও করছি না। আমরা যদি আগামীকালের ম্যাচ বাদ দিয়ে ফাইনালের কথা ভাবতে থাকি, তারা (পেরু) হয়তো আমাদের চমকে দেবে। পেরু আত্মবিশ্বাসী হয়েই খেলতে নামবে। আমাদের তাই প্রস্তুত থাকতে হবে।