আর্থিক প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের ঋণ পরিশোধে বিশেষ সুবিধা 

bangladesh bank

করোনার কারণে ব্যাংক ঋণের কিস্তি পরিশোধে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। এবার আর্থিক প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের ঋণ পরিশোধে নতুন সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গত ৩১ ডিসেম্বর পর্যন্ত কিস্তি পরিশোধ না করলেও খেলাপির তালিকায় নাম না উঠার যে সুবিধা দেওয়া হয়েছিল, পরে কেন্দ্রীয় ব্যাংক চলতি বছরের ৩০ জুন পর্যন্ত এই সুবিধা দেয়।

সোমবার (০৫ জুলাই) কেন্দ্রীয় ব্যাংক এক সার্কুলারে জানিয়েছে, জুনের মধ্যে যে টাকা দেওয়ার কথা ছিল, তার ৫০ শতাংশ পরিশোধ করলেই ৩১ আগস্ট পর্যন্ত সেই ঋণ আর খেলাপি হবে না।

অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল রাখতে নতুন এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নির্দেশনায় বলা হয়েছে, চলতি বছরের জুন মাসে ঋণের কিস্তির ন্যূনতম ৫০ শতাংশ প্রতিষ্ঠান-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এ বছর ৩১ আগস্টের মধ্যে পরিশোধ করলে ওই সময়ে ঋণ শ্রেণিকরণ করা যাবে না।