শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবনতি

passport bangladesh

শক্তিশালী পাসপোর্ট সূচকে ফের ছয় ধাপ পিছিয়ে ১০৬তম অবস্থানে চলে গেছে বাংলাদেশ। বাংলাদেশের পাসপোর্টধারীরা ২২৭ দেশের মধ্যে আগাম ভিসা ছাড়া ৪১টি দেশে ভ্রমণ করতে পারেন।

মঙ্গলবার প্রকাশিত হেনলি পাসপোর্ট সূচকে এ তথ্য হয়েছে। এক যুগের বেশি সময় ধরে পাসপোর্ট সূচক প্রকাশ করে আসা যুক্তরাজ্যভিত্তিক সংস্থা দ্য হেনলি অ্যান্ড পার্টনারসের সবশেষ এই সূচক অনুযায়ী সবচেয়ে দুর্বল পাসপোর্টগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১১তম। বাংলাদেশের সঙ্গী লেবানন ও সুদান।

চার বার এই সূচক প্রকাশ করে হেনলি অ্যান্ড পার্টনারস। জানুয়ারিতে তাদের পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০১। এরপর এপ্রিলে এক ধাপ উন্নতি হয়ে ১০০ অবস্থানে উঠে আসে। আবার জুলাইয়ে ছয় ধাপ পিছিয়ে অবস্থান ১০৬। সূত্র : ঢাকাপোস্ট।