দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে কয়েক সেকেন্ডের ব্যবধানে পরপর দুই বার মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।

এই ভূমিকম্পে কেঁপে উঠে দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, কুষ্টিয়াসহ বেশ কয়েকটি জেলা। জানা যায় এটির উৎপত্তি হয় ভারতের আসাম রাজ্যের গোয়ালপাড়ায়।

রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.২। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, ঢাকা, সুনামগঞ্জ, বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে সকালে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

ভূমিকম্পর উৎপত্তিস্থল ও রিখটার স্কেলে এর মাত্রা কত এখনও তা জানা যায়নি। দেশের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।