বিধিনিষেধ অমান্য করায় রাজধানীতে গ্রেফতার ৭৯১

সরকারি কঠোর বিধিনিষেধের মধ্যেও শনিবার ১০ জুলাই রাজধানীতে বিনা প্রয়োজনে বাসা থেকে বের হওয়া ৭৯১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ।

১০ জুলাই শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ইফতেখায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লকডাউনের নবম দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির ৮টি বিভাগ রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারি, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ৭৯১ জনকে গ্রেফতার এবং মোবাইল কোর্টে ২১২ জনকে ১ লাখ ৬৬৪৫০ টাকা জরিমানা করা হয়েছে।

ডিএমপি ট্রাফিক কর্তৃক ৩৬১টি গাড়িকে ৯ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৯ জুলাই রাজধানীতে ৫৮৫ জনকে গ্রেফতার করা হয়। লকডাউনে সড়কে যানবাহন নিয়ে বের হওয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক কর্তৃক ৪১৪টি গাড়িকে ৮ লাখ ৯২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।