হাইওয়ে কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ

যশোর সদর থানা হাইওয়ে কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে যশোর সদর উপজেলার রূপদিয়া বাজারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পথসভা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে ন‌ওয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল্লাহ্।

১৪ জুলাই বুধবার সকালে ঐতিহ্যবাহী রূপদিয়া বাজারে “যশোর সদর থানা হাইওয়ে কমিউনিটি পুলিশিং কমিটি আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে মত বিনিময় শেষে বক্তব্য রাখেন (ওসি) মোঃ আবদুল্লাহ।

যশোর সদর থানা হাইওয়ে কমিউনিটি পুলিশিং কমিটির নবনির্বাচিত সভাপতি এইচএম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম হিমু’র আয়োজনে রূপদিয়ায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা অনুষ্ঠান শেষে মানুষের মাঝে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী (মাস্ক) বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, ১৪ দিন কঠোর লকডাউন শেষে আগামী ১৫ জুলাই থেকে লকডাউন শিথিল করা হচ্ছে। এ সময়ে সকলকে নিজ দায়িত্বে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বর্তমান সরকার; অদৃশ্য মহামারী করোনাভাইরাস প্রতিষেধক ভ্যাকসিন শতভাগ আওতায় আনার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সকলকেই জরুরি প্রয়োজন ব্যতিত ঘরের বাইরে না গিয়ে রাষ্ট্রের সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানান।

এসময় নবনির্বাচিত কমিটির সভাপতি-সম্পাদক সহ সকল সদস্যদেরকে অভিনন্দন জানিয়ে গুরুত্বের সাথে দায়িত্ব পালনের পরামর্শ প্রদান করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ১৪ নং নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোদাচ্ছের আলী, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মাহমুদ আলম, এসআই সালাউদ্দিন, নরেন্দ্রপুর পুলিশ ফাঁড়ির টুআইসি এএসআই আজাদ। এছাড়া উপস্থিত ছিলেন যশোর সদর থানা হাইওয়ে কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সালাম আসাদ (পারভেজ),

দপ্তর সম্পাদক মোঃ হুমায়ন, প্রচার সম্পাদক মোঃ মহিউদ্দিন সানি, ক্যাশিয়ার মোঃ শরিফুল ইসলাম, ক্রিড়া সম্পাদক মোঃ মাসুদ রানা বাচ্চু, সদস্য মোঃ মিজানুর রহমান, মোঃ আজিজুল ইসলাম, মোঃ তৌফিকুল ইসলাম মুন্না, মোঃ আনিছুর রহমান, করিমুল ইসলাম (ঈমন), মোঃ মামুন হোসেন, মোঃ সাদিব, মোঃ মেহেদী হাসান হৃদয়, মোঃ রোমান আলী, মোঃ আবু সালেক, মোঃ গোলাম রসুল ও রুস্তম আলী।

উল্লেখ্য এর আগে গত ১০ জুলাই মাদারিপুর রিজিয়ন পুলিশ সুপার এর নির্দেশে যশোর সার্কেলের এএসপি আলী আহম্মদ হাসমী’র পরামর্শ ক্রমে নওয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল্লাহ স্বাক্ষরিত নওয়াপাড়া হাইওয়ে থানা, যশোর হাইওয়ে কমিউনিটি পুলিশিং কমিটির ১৯ সদস্য বিশিষ্ট একটি অনুমোদিত তালিকা প্রকাশ করেন।