জামালপুরে পুলিশের মাস্ক ও লিফলেট বিতরণ

মাস্ক পড়ার অভ্যাস, করোনা মুক্ত বাংলাদেশ এ প্রতিপাদ্য” নিয়ে জামালপুরে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সাধারণ মানুষকে সচেতন করতে লিফলেট ও মাস্ক বিতরণ করেছে জেলা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে শহরের তমালতলা মোড়ে মাক্স ও লিফলেট বিতরণ করেন জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ। টানা ১৪দিন লকডাউন শেষে বিধি নিষেধ শিথিল করে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন, দোকানপাট খোললেও করোনার সংক্রমণ ও মৃত্যুর হার কমেনি।

করোনার সংক্রমণ রোধে ও সাধারন মানুষকে সচেতন করতে এ মাস্ক ও লিফলেট বিতরন করা হয়েছে। সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার সে লক্ষ্যে পুলিশ বিভাগ সচেতনতামূলক মাস্ক ও লিফলেট বিতরণের উদ্যোগ নিয়েছে বলে জানান পুলিশ সুপার।

তমালতলা ছাড়াও শহরের বিভিন্ন পয়েন্টে জেলা পুলিশের পক্ষ থেকে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।