কেশবপুরে শুভসংঘের উদ্যোগে ১৩০ পরিবার পেলেন ঈদ সামগ্রী

যশোরের কেশবপুরে শুক্রবার শুভসংঘের উদ্যোগে দরিদ্র ও অসহায় ১৩০ পরিবারের ভেতর ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারের জন্য সেমাই, চিনি, দুধ ও কিচমিচ বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী বিতরণের আগে কেশবপুর প্রেসক্লাবের হলরুমে উপজেলা শুভসংঘের জৈষ্ঠ্য সহ-সভাপতি প্রধান শিক্ষক বাসুদেব দেন গুপ্তের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা করেন, শুভসংঘের উপজেলা কমিটির উপদেষ্টা পৌর মেয়র রফিকুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল মজিদ, সাবেক প্রধান শিক্ষক বজলুর রহমান খান, অধ্যক্ষ অসীম ঘোষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারুকে আজম, সাধারণ সম্পাদক প্রবীর সরকার, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, যুগ্ম সম্পাদক উৎপল দে, ইউপি সদস্য রেহেনা ফিরোজ প্রমুখ।

আলোচনা শেষে প্রধান অতিথি হিসেবে পৌর মেয়র রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ওই ঈদ সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, শুভসংঘের প্রচার সম্পাদক শওকত হোসেন, মহিলা স¤পাদক হাসিনা খাতুন, নির্বাহী সদস্য কামরুজ্জামান রাজু, অলিয়ার রহমান, সোহেল পারভেজ, স্বাধীন মোহাম্মদ আব্দুল্লাহ, কালের কণ্ঠের প্রতিনিধি নূরুল ইসলাম খান প্রমুখ।

ঈদ সামগ্রী হাতে পেয়ে উপজেলার হাবাসপোল গ্রামের ১০৫ বছর বয়সী কুনা সরদার বলেন, ঈদের দিন মন ভরে সেমাই খেতে পারবো। কেশবপুর সদরের ভ্যানচালক শামসুর রহমান বলেন, ঈদে সেমাই চিনি কিনতে পারতাম না। শুভ সংঘের বন্ধুদের দেওয়া ঈদ সামগ্রীতে ঈদের দিন পরিবার-পরিজন নিয়ে আনন্দে সেমাই খাবো। একই কথা জানালেন পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুফিয়া খাতুন ও ফিরোজা বেগম।