মাস্ক পরিধান করলে ৭০-৮০ শতাংশ করোনা প্রতিরোধ করা সম্ভব

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, মাস্ক পরিধান করলে ৭০ থেকে ৮০ শতাংশ করোনা প্রতিরোধ করা সম্ভব।

আইসিটি ডিভিশনসহ বিভিন্ন সংস্থার ১০ সপ্তাহের জরিপে এ তথ্য উঠে আসে। প্রতিমন্ত্রী বলেন, আইসিটি ডিভিশনসহ বিভিন্ন সংস্থা সাড়ে ৩ লাখ মানুষের মধ্যে ১০ সপ্তাহ ধরে জরিপ কার্যক্রম চালানো হয়েছে।

এই জরিপে দেখা গেছে, সঠিকভাবে শুধু মাস্ক পরিধান করলে ৭০ থেকে ৮০ শতাংশ করোনা সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব। মাস্ক আমার, সুরক্ষা সবার ক্যাম্পাইন এবং জেলা করোনা প্রতিরোধ নিয়ে মতবিনিময় সভায় এই তথ্য দেন।