শেখ হাসিনার মতো ডায়নামিক নেতা পৃথিবীতে নেই: নৌপ্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, করোনায় বিশ্বের অর্থনীতিতে ধ্বস নেমেছে কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে করোনা তেমন কোনো আঘাত করতে পারেনি। দেশের উন্নয়ন সমানতালে এগিয়ে চলছে। যারা পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র করেছিল তারা দেখুক এই করোনার মধ্যেও পদ্মা সেতুর কাজ এগিয়ে যাচ্ছে।

সোমবার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন লাইনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, করোনাকালে বিশ্বের বিভিন্ন দেশে সমস্যা হয়েছে, কিন্তু বাংলাদেশে তা হয়নি। করোনায় বিশ্বের অর্থনীতিতে ধ্বস নেমেছে, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবন ও জীবিকার যে তত্ত্ব দিয়েছেন তা সমগ্র পৃথিবীতে প্রশংসিত হয়েছে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো ডায়নামিক নেতৃত্বদানকারী নেতা পৃথিবীতে আর নেই। বড় দেশ থাকতে পারে, বড় সম্পদশালী থাকতে পারে, কিন্তু বড় নেতৃত্বদানকারী নেতা নেই। তাই এই মঞ্চ থেকে আল্লাহর কাছে প্রধানমন্ত্রীর সুস্থতা, মঙ্গল ও দীর্ঘজীবন কামনা করছি।