যশোরে করোনা ও উপসর্গে ৯ জনের মৃত্যু

coronavirus jessore map

গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে নয়জনের মৃত্যু হয়েছে।এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে আটজন এবং উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়।

এই সময়ে ১০৫ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আরিফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতালের রেজিস্ট্রার অনুযায়ী, যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে আজ ভর্তি রয়েছেন ১২০ জন এবং ইয়েলো জোনে ৪৭। গত ২৪ ঘণ্টায় রেড জোনে ভর্তি হয়েছেন ১৬ জন এবং ইয়েলো জোনে ২৯ জন।

এদিকে, গতকাল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে ৩৯৫টি নমুনা পরীক্ষা করা হয়। আজ প্রকাশিত ফলাফলে দেখা যায় এদের মধ্যে ১০৫ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব রয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৬ দশমিক ৫৮ শতাংশ