যশোর পৌর পুকুর থেকে ৪ ঘন্টায় উদ্ধার হয়নি ক্যাডেট ছাত্রের লাশ

যশোর পৌরপার্কের  পুকুরে ডুবে নিখোঁজ হয়েছে ঝিনাইদহ ক্যাডেট কলেজের এইচএসসি পরীক্ষার্থী তানভির ফারহান শুভ (১৮)।

বিকাল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ফাযার সার্ভিস ও ডুবুরিরা লাশ উদ্ধারে অসমাপ্ত ঘোষণা করে শনিবার ভোর ৬ টায় উদ্ধার কাজ শুরু হবে বলে জানা গেছে।

ডুবে যাওয়া শুভ যশোর শহরতলী আরবপুর এলাকার  বিমানবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আকরাম হোসেনের ছেলে।

নিখোঁজ শুভর চাচা মফিজুর রহমান জানান, শুভ ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে এবার  এইচএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল। শুক্রবার ( ২৩ জুলাই)  বিকালে ফরহাদ তার ৩ বন্ধুদের নিয়ে পৌরপার্কের পুকুরে নামে। পুকুরের পশ্চিম পাশ থেকে সাঁতরে তারা পূর্ব পাড়ে যাচ্ছিল।

এসময় শুভর দুই বন্ধু পাড়ে উঠতে পারলেও সে উঠতে পারেনি। সে সময় তার বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে পরিবারকে জানায়।  বিষয়টি থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসকে জানানো হয়। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা ও ডুবুরি দল শুভকে উদ্ধার করার চেষ্টা করছে।

ফায়ার সার্ভিস যশোর জোনের সহকারী পরিচালক মনোরঞ্জন সরকার সাংবাদিকদের জানান, ফায়ার সার্ভিসের কর্মী ও খুলনার ডুবুরিরা বিকাল ৫ টার উদ্ধার কাজ শুরু করে। রাত ৮ টা পর্যন্ত তল্লাশি চালিয়ে তার সন্ধান পাওয়া যায়নি।

অভিযান স্থগিত করা হয়েছে। শনিবার ভোর ৬ টায় আবার উদ্ধার কাজ শুরু হবে। তবে, শুভ দুই বন্ধুকে পুলিশ হেফাজতে নিযেছে।