যশোরে বোমা হামলায় মা ও ছেলে গুরুতর আহত হয়েছে। আহতদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ আগস্ট রোববার বিকালে বোনাপোলের বালুন্ডা গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা হলেন, বোনাপোলের বালুন্ডা গ্রামের আক্তারুল ইসলামের স্ত্রী তাসলিমা খাতুন (৪০) ও তার ছেলে দেলোয়ার হোসেন (২২)।
দেলোয়ার হোসেন জানান, তার সাথে একই গ্রামের লিটন নামে এক যুবকের বিরোধ চলে আসছিলো। রোববার বিকাল তিন টার দিকে তিনি বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বেনাপোল বাজার যাচ্ছিলেন।
পথিমধ্যে বাড়ি থেকে কিছুটা দূরে আসলে লিটনের নের্তৃত্বে চার-পাঁচ জন তাকে গতিরোধ করে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে।
এ সময় তার মা তাসলিমা খাতুন বাধা দিতে এলে হামলাকারীরে একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়, এতে মা ও ছেলে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করে। পরে তাদের অবস্থার অবনতি হলে সন্ধ্যায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।