বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে যশোরের হৈবতপুরে আলোচনা সভা

বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যশোরের হৈবতপুর ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ আগস্ট) বিকালে দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে গণভোজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল।

হৈবতপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দাউদ হোসেন দফাদার, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ও লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন।

হৈবতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছুল হক বিশ্বাসের সভাপতিতে প্রধান অতিথি আনোয়ার
হোসেন বিপুল বলেন, স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশ কখনো মনে-প্রাণে মেনে নিতে পারেনি।

তারা কখনো দেশের ভাল চায় না। বঙ্গবন্ধু হত্যার মধ্যদিয়ে তারা দেশে ধ্বংসলীলা শুরু করে। এদের থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের সর্তক থাকতে হবে।  তাদের কোন ষড়যন্ত্র সফল করতে দেয়া যাবে না। ওইসব অপশক্তিতে রুখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রস্তুত থাকতে হবে।

ইউনিয়নের বারীনগর সাতমাইল বাজারে অনুষ্ঠিত সংক্ষিত আলোচনা অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু মুসা মধু, জেলা শ্রমিকলীগের শ্রম ও কল্যাণ বিষয়ক সম্পাদক সেলিম রেজা পান্নু,

সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মাজহারুল ইসলাম মাজহার, যুগ্ম-আহবায়ক শহীদুজ্জামান শহীদ, দেয়াড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক জাফর ইকবাল, হৈবতপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক সরোয়ার হোসেন ও যুগ্ম- আহবায়ক জাহাঙ্গীর আলম।

সদর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি ইউপি সদস্য আলমগীর হোসেনের সঞ্চলনায় এ সময় উপস্থিত ছিলেন
কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি বিএম জাকির হোসেন, সাবেক সহ-সভাপতি জাবের হোসেন জাহিদ,

বর্তমান সহ-সভাপতি রুহুল কুদ্দুস, শহর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক তছিকুর রহমান রাসেল, সদর উপজেলা ছাত্রলীগের সদস্য ইমরান আলী, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম শফিক, শরীফ আব্দুর রাকিব প্রমুখ।