১১ আগস্ট থেকে শপিংমল, দোকানপাট খোলা

করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে ভ্যাকসিন দেয়ার শর্ত সাপেক্ষে ১১ আগস্ট থেকে শপিংমল, দোকানপাট খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার ৩ আগস্ট ভার্চুয়ালি আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সচিবালয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ভ্যাকসিন নেয়া ছাড়া কেউ অফিস, দোকান, ব্যবসা প্রতিষ্ঠানে আসতে পারবে না। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আরও বলেন, প্রত্যেক ওয়ার্ডে, গ্রামে গ্রামে নন্যুতম ২টি করে কেন্দ্র করা হচ্ছে।

এক সপ্তাহে ১ কোটি লোককে ভ্যাকসিন দেয়া হবে। ১৪ হাজার কেন্দ্রে একযোগে সপ্তাহব্যাপী ভ্যাকসিন দেয়া হবে। ভ্যাকসিন না গ্রহণ করে কেউ কোন কর্মস্থলে আসতে পারবে না।