যশোরের হৈবতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন ও সাবেক মেন্বর হাজী মোসলেম উদ্দিন আজ ভোর রাতে ই ইন্তেকাল করেছেন (ইন্না ———রাজেউন)। আজ বেলা এগারোটায় মরহুম দ্বয়ের নামাজে জানাজা একইসাথে বারীনগর বাজারে অনুষ্ঠিত হয়।
নামাজে জানাজায় উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, যশোর জেলা মৎস্য জীবী লীগের আহবায়ক মোঃ আবু তোহা, হৈবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম,
রবিউল ইসলাম, বারীনগর কাঁচা বাজার মসজিদের সভাপতি মোশাররফ হোসেন, মৎস্য জীবী লীগের নেতা রবিউল ইসলাম, সাদেক আলী, শাহীদ ইমরান সবুজ প্রমুখ।
এদিকে সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেনের মৃত্যু তে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁর রুহের মাগফেরাত কামনা করেছেন যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম ও যশোর জেলা আওয়ামী মৎস্য জীবি লীগের আহবায়ক মোঃ আবু তোহা।