ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি টিকা রেজিষ্ট্রেশন

বাড়ি বাড়ি ফ্রি অক্সিজেন সিলিন্ডার পৌছে দেয়ার পর এবার কোভিড ভ্যাক্সিন গ্রহণের জন্য ফ্রি রেজিস্ট্রেশন সেবা দিতে যাচ্ছে ফেসবুক ভিত্তিক মানবিক সংগঠন ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সংগঠনের সহ-সভাপতি সাইদুল ইসলাম টিটো। তিনি জানান ৪ আগষ্ট বুধবার থেকে প্রতিদিন (শুক্রবার ব্যতীত) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের উদ্যোগে ঝিনাইদহ উজির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই সেবা কার্যক্রম চলবে।

সম্মানিত অভিভাবক ও জন সাধারণকে ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের এই ফ্রি সেবা নেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়াও ফ্রি অক্সিজেন সেবা পেতে সেখানে যে কেও যোগাযোগ করতে পারবেন।

কোভিড-১৯ সংক্রামন বৃদ্ধি পাওয়ায় ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশন বাড়ি বাড়ি ফ্রি অক্সিজেন সেবা পৌছে দিচ্ছে।