বঙ্গবন্ধু ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে লেবুতলায় আলোচনা সভা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৩ আগস্ট বিকালে সদর উপজেলার লেবুতলা বাজারে আলোচনা সভা ও দেয়া মাহফিল শেষে গণ ভোজ বিতরণ করা হয়। যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের উদ্যোগে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ এই অনুষ্ঠানের আয়োজন করে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার
হোসেন বিপুল। এছাড়া বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ও লেবুতলা
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাহাউদ্দিন মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, ‘স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছিল। তাদের টার্গেট ছিল বঙ্গবন্ধুকে হত্যা করে দেশের মেরুদন্ড ভেঙ্গে দেয়া।

তবে সেই অপশক্তি দেশের মানুষের কাছ থেকে বঙ্গবন্ধুর আর্দশ ধ্বংস করতে পারেনি। বঙ্গবন্ধুর আর্দশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। পৃথিবীর বুকে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।’ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু মুসা মধু, জেলা শ্রমিকলীগের শ্রম ও কল্যাণ বিষয়ক সম্পাদক সেলিম রেজা পান্নু,

সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, সদর উপজেলা যুবলীগের যুগ্ম- আহবায়ক মাজহারুল ইসলাম মাজহার, যুগ্ম-আহবায়ক শহীদুজ্জামান শহীদ, লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগের আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, দেয়াড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক জাফর ইকবাল ও ইউপি সদস্য আকরাম হোসেন।

লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাউদ হোসেনের সঞ্চলনায় এ সময় উপস্থিত ছিলেন লেবুতলা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ইসাহক আলী, বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুস সালাম, ইউপি সদস্য আব্দুল আলীম,

ইউপি সদস্য খেলাফত হোসেন, ইউপি সদস্যছায়রা বেগম, ইউপি সদস্য নিমাই মন্ডল, ইউপি সদস্য রবিউল ইসলাম খোকন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক জহুরুল ইসলাম, যুগ্ম-আহবায়ক খায়রুল ইসলাম, যুগ্ম- আহবায়ক বেল্টু হোসেন, ইউনিয়ন যুবমহিলা লীগের সভাপতি সরস্বতী রানী, সাধারণ সম্পাদক মিনতি রানী, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বিএম জাকির হোসেন,

সাবেক সহ-সভাপতি জাবের হোসেন জাহিদ, বর্তমান সহ-সভাপতি রুহুল কুদ্দুস, শহর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক তসিকুর রহমান রাসেল, সদর উপজেলা ছাত্রলীগের সদস্য শামীম হোসেন, খাজুরা সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি বাপ্পী হোসেন, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম শফিক, রাফায়েত রিওন, তুষার হোসেন প্রমুখ।