শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে যশোরে দোয়া মাহফিল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ যশোর জেলা শাখা দোয়া মাহফিলের আয়োজন করেছে।

৫ আগস্ট বৃহস্পতিবার রাতে শহরের মাইকপট্টির আবেদ ম্যানশনে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আয়োজনে অন্যদের সাথে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুনির হোসেন টগর, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ জেলা শাখার সভাপতি এম এ আর খান রকি, সদর উপজেলা শাখার সহ সভাপতি শিপন অধিকারী, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সজল খান, জে আর সাহরুক, সাংগঠনিক সম্পাদক মোঃ তুষার, প্রচার সম্পাদক রনি খান, সাংস্কৃতিক সম্পাদক মাসুদুর রহমান, জেলার নেতা শেখ হেলাল, পৌর নেতা বিল্লল হোসেন, আর কে পিন্টু, জামান খান, শুশীল, জুয়েলসহ প্রমুখ।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকহানাদার বাহিনী কর্তৃক বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত ধানমন্ডির ৩২ নম্বর সড়কের ঐতিহাসিক বাসভবন আক্রান্ত হওয়ার পূর্ব মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে শেখ কামাল সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

তিনি স্বাধীন বাংলাদেশে প্রথম ওয়ার কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে মুক্তিবাহিনীতে কমিশন লাভ করেন ও মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানির এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন।