যশোরে ইয়াবা সহ মাদক কারবারি আটক

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ৮০ পিচ ইয়াবা সহ মাসুম শেখ (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় শহরের পালবাড়ি ভাস্কর্যের মোড় থেকে তাকে আটক করা হয়।

আটক আসামী হলো বাগের সদর উপজেলার বাসিন্দ বর্তমানে যশোর জেলার অভয়নগর উপজেলার রাজঘাট কার্পেটিং জুটমিলের সামনে।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে জেলা ডিবির একটি চৌকস দল পালবাড়ি ভাস্কর্যের মোড়ের পশ্চিম পার্শ্বে জাহাঙ্গীর সুইটস এন্ড বিরিয়ানী হাউজ এর সামনে পাকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ৮০ পিচ ইয়াবা সহ আটক করা হয়। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।