যশোর সদর উপজেলার বারীনগর বাজারের বিভিন্ন মসজিদে জুমআর নামাজে আসা সকল মুসল্লীদের মাঝে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে হ্যান্ড স্যানিটাইজ করা সহ মাস্ক বিতরণ করেন যশোর জেলা আওয়ামী মৎস্য জীবি লীগের আহবায়ক মোঃ আবু তোহা।
এ সময় উপস্থিত ছিলেন বারীনগর কাঁচা বাজার শাহী জামে মসজিদের সভাপতি মোশাররফ হোসেন, ক্যাশিয়ার আবদুর রহমান, কার্যনির্বাহী সদস্য শহিদুল ইসলাম, আয়নাল হোসেন, কোরবান আলী,মহিউদ্দিন, ডাঃ আব্দুস সবুর, নজরুল ইসলাম, ছাদেক আলী,ওবায়দুল ইসলাম, সায়েদুল ইসলাম ও আরাফাত হোসেন।
মাস্ক বিতরণ শেষে উপস্থিত মুসল্লীদের মাঝে যশোর জেলা আওয়ামী মৎস্য জীবি লীগের আহবায়ক মোঃ আবু তোহা মসজিদে আসার আগে স্বাস্থ্য বিধি মেনে সকলকে মাস্ক পরিধান করে নামাজ আদায় করার আহ্বান জানান।