কেশবপুরে লকডাউনে ক্ষতিগ্রস্থ শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সহযোগিতায় করোনা ভাইরাস সংক্রামন রোধে লকডাউনে ক্ষতিগ্রস্থ পরিবহন শ্রমিকদের মাঝে চাউল, ডাউল, তেল-সহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে ১ শত ১ জন পরিবহন শ্রমিকদের মাঝে ঐসব খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ বিজিবুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন পরিবহন শ্রমিক সংস্থা ২২৭ এর সহ সাধারণ সম্পাদক এস এম মজিবুর রহমান (বাঘা) ও পরিবহন শ্রমিক সংস্থা ২২৭ এর কার্যকরী সদস্য আসিফ খান প্রমুখ।