মন্দির ও বাড়িঘর ভাংচুরের প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

খুলনার রূপসা থানাধীন শিয়ালী গ্রামে সনাতন ধর্মের একাধিক মন্দিরসহ বাড়িঘর ও দোকান ভংচুর এবং লুটপাটের প্রতিবাদে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া মিশনের আয়োজনে সোমবার (১৬ আগস্ট) দুপুরে নড়াইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি রূপকুমার মজুমদার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সঞ্জিত রাজবংশী, সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার বিশ্বাস, কোষাধ্যক্ষ অসিত কুমার মজুমদার,

প্রচার সম্পাদক বিমল দাস, অশোক কুন্ডু, বরুণ বালা, বিকাশ সরকার, অলোক পান্ডে, কেন্দ্রীয় নেতা অসিম পালসহ অনেকে।

বক্তারা বলেন, গত ৭ আগস্ট খুলনার রূপসায় শিয়ালী গ্রামে মতুয়াদের আরাধ্য শ্রীশ্রী হরি গুরুচাঁদ মন্দিরসহ বাড়িঘর, দোকান ভংচুর ও লুটপাট করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং শাস্তির দাবি জানান বক্তারা।