শোক দিবস উপলক্ষে যশোরে মৎস্য জীবী লীগের গাছের চারা বিতরণ 

যশোর জেলা মৎস্যজীবী লীগের উদ্যোগে মাছ ব্যবসায়ী, মাছচাষী, জেলে সম্প্রদায়, অবহেলিত মৎস্য জীবীদের মাঝে আমলকী, হরিতকী, বহেরা সহ বিভিন্ন প্রকারের ঔষধী গাছের চারা বিতরণ করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।

জেলার সকল বাওড়ের পাড় এলাকায় মৎস্য জীবী পরিবার ও সাধারণ মানুষের পুষ্টি লাভের জন্য যশোর জেলা মৎস্য জীবী লীগ এই ফলদ, বনজ ও ভেষজ বৃক্ষের চারাগাছ বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে।

চাচড়া মৎস্য অফিসের সামনে বিকেলে এই চারাগাছ বিতরণ শেষে জেলা প্রশাসক প্রত্যক মৎস্য জীবীদের মাছ চাষের পাশাপাশি পরিবেশ রক্ষা ও দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরনের জন্য গাছ লাগানোর আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান, যশোর জেলা মৎস্য জীবী লীগের আহবায়ক মোঃ আবু তোহা, জেলা মৎস্য জীবী লীগ নেতা শাহীদ ইমরান সবুজ, আজিজুল হক, লাবলু,

সার্জন্ট বাবু অব,প্রমুখ। অনুষ্ঠানে যশোর জেলা মৎস্য জীবী লীগের আহবায়ক মোঃ আবু তোহা বলেন, মৎস্য জীবী লীগ যশোর জেলার সকল বাঁওড় সংলগ্ন এলাকায় বৃক্ষ রোপন করছে যাদের চারা গাছ দরকার তাদেরকে  ০১৭৪০৯৪৫০৩১ মোবাইল নম্বরে যোগাযোগ করার আহ্বান জানান।