বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বঙ্গবন্ধু হত্যার বিচার পেয়েছি। কয়েকটা খুনি পালিয়ে রয়েছে, আমরা তাদের খুঁজছি। দু-একজনের অবস্থানও জানতে পেরেছি। তাদের দেশে আনার চেষ্টা চলছে। দেশে এনে তাদের শাস্তির রায় কার্যকর করা হবে।

সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সমাবেশ করছিলেন। এই সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে সারা দেশ যখন গর্জে উঠছিল তখন আবার একটা নীলনকশা ও হত্যাকাণ্ড আমরা দেখলাম।

আলোচনা সভা শেষে বরিশালের ঘটনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বরিশালের ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা। আইন-শৃঙ্খলা বাহিনী তাদের নিজেদের দায়িত্ব পালন করেছে। রাজনীতিবিদরা রাজনীতি করেন। তাদের সঙ্গে প্রশাসনের যে ভুল বোঝাবুঝি, এটা হতেই পারে। এটা নতুন কিছু নয়।