যশোরে মেধাবী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ

যশোর সদর উপজেলার ১৩নং কচুয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে এলজিএসপি-৩ প্রকল্পে ২০২০-২০২১ অর্থ বছরের বিবিজি’র বরাদ্দের অর্থ গৃহিত স্কীমের আওতায় অত্র ইউনিয়নের দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন নারী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করেন প্রদক প্রাপ্ত চেয়ারম্যান লুৎফার রহমান ধাবক।

তিনি বলেন, এটি সরকারের উন্নয়নেরই একটি অংশ। তিনি শিক্ষাক্ষেত্রে নারীদের প্রতি সরকারের বিভিন্ন সহযোগিতার চিত্র তুলে ধরে বলেন, নারীদেরকে সামনের সারিতে আনতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে তাই এলজিএসপি-৩ এর আওতায় অত্র ইউনিয়নের কচুয়া মাধ্যমিক বিদ্যালয় ১০ জন ও দেয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে সর্বমোট ২০টি বাইসাইকেল বিতরণ করেন।

অন্যানের মধ্য উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের প্রবীণ নেতা আব্দুল কাদের সরদার, যুগ্ন-সম্পাদক জিএম কাওছার আলী, কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু-মুসা, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ ইরাদুল ইসলাম, সাবেক সদস্য রবিউল ইসলাম কুটি,

দেয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাজান আলী, সহকারী শিক্ষক শহিদুল ইসলাম, ইউপি সদস্য মশিয়ার রহমান, মিজানুর রহমান, শহিদুল ইসলাম বিদ্যুৎ, আকরাম হোসেন,

মহিলা ইউপি সদস্য রেশমা বেগম, ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইমামুল ইসলাম, সাব্বির হোসেন নিশান, সোহেল। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউপি সচিব রোজিনা খাতুন।