কথা রাখেনি তালেবান, পরিস্থিতি ভয়ানক: জয়শঙ্কর

তালেবান তাদের প্রতিশ্রুত কথা রাখেনি তাই আফগানিস্তানের পরিস্থিতি ভয়ানক বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। তিনি বলেন, প্রতিশ্রুতি ভঙ্গ করেছে তালেবান। দোহা বৈঠকে যে কথা তারা দিয়েছিল, তা রাখেনি। পরিস্থিতি ভয়ানক।

বৃহস্পতিবার ভারতের নরেন্দ্র মোদির সরকারের ডাকা সর্বদল বৈঠকে এসব কথা বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, আফগানিস্তানের পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

ভারতীয়দের ফেরাতে যেকোনও সাহায্য করবে নয়াদিল্লি। জয়শঙ্কর আরও জানান, অন্তত ১৫ হাজার মানুষ আফগানিস্তান ছাড়ার ইচ্ছাপ্রকাশ করে সরকারের সঙ্গে যোগাযোগ করেছিলেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ছাড়াও সর্বদল বৈঠকে সরকারের পক্ষ থেকে উপস্থিতি ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যসভার সদস্য পীযুষ গয়াল এবং সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী।

বৈঠকে বিরোধী নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া, তৃণমূল সংসদ সদস্য সৌগত রায়, এনসিপি প্রধান শরদ পওয়ার, কংগ্রেসের রাজ্যসভার নেতা মল্লিকার্জুন খড়্গে,

লোকসভার কংগ্রেস নেতা অধীর চৌধুরী প্রমুখ। বৈঠকের শুরুতেই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশনানুযায়ী বিরোধী নেতৃত্বের সামনে সামগ্রিক পরিস্থিতি বর্ণনা করেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।