ম্যানচেস্টার সিটির কাছে ৫-০ গোলে বিধ্বস্ত আর্সেনাল

চলতি মৌসুমের দ্বিতীয় ম্যাচে জিতে ছন্দে ফিরেছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়র লিগের বড় ম্যাচে এবার আর্সেনালকে ৫-০ গোলে বিধ্বস্ত করল গতবারের চ্যাম্পিয়নরা।

ম্যানচেস্টারের ইতিহাদ স্টেডিয়ামে গতকাল শনিবার (২৮ আগস্ট) প্রিমিয়ার লিগের ম্যাচটিতে জোড়া গোল করলেন ফেরান তোরেস।

এদিন ম্যাচের শুরু থেকেই প্রধান্য ছিল ম্যানচেস্টার সিটির ফুটবলারদেরও। লাগাতার আক্রমণে তখন ছন্নছাড়া অবস্থা আর্সেনাল ডিফেন্সের। ম্যাচে প্রথম গোল ৭ মিনিটেই।

ম্যান সিটিকে এগিয়ে দেন ইকে গুন্দোগান। ১২ মিনিটে ফের গোল করেন ফেরান তোরেস। এরপর ম্যাচের গতি কিছুটা বদলায়। গোল পরিশোধ করতে বেপরোয়া হয়ে ওঠেন আর্সেনালের ফুটবলাররা।

বেশ কয়েকটি ফাউলও হয়। লালকার্ড দেখে মাঠের বাইরে চলে যান গ্রানিত হাকা। ৪৩ মিনিটে ম্যান সিটির হয়ে তৃতীয় গোলটি করেন গ্যাব্রিয়াল জেসুস।

দ্বিতীয়ার্ধে আর্সেনালকে আর খুঁজে পাওয়া যায়নি। ৫৩ মিনিট ও ৮৪ মিনিটে ম্যাঞ্চেস্টার সিটির হয়ে ব্যবধান আরও বাড়ান রদ্রি ও ফেরান তোরেস। মাঠে কার্যত দাপিয়ে বেড়িয়েছেন ম্যানচেস্টার সিটির দলের ফুটবলাররা।

ম্যাচে ৮০ শতাংশ বলে দখল নিজেদের কাছেই রেখেছিলেন তারা। পুরো ম্যাচে কেবল একটি শট নিতে পারে আর্সেনাল, সেটিও ছিল না লক্ষ্যে। ৮১ শতাংশ বলের দখল রেখে ২৫টি শট নেয় সিটি, যার ১০টিই ছিল লক্ষ্যে।