বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা সভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে যশোরে
একাধিক স্থানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে সদর উপজেলার রামনগর, ফতেপুর ও হৈবতপুর ইউনিয়নে এবং শহরের টালিখোলা এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে গণভোজ বিতরণ করা হয়।

এর মধ্যে রামনগর ইউনিয়নের কুয়াদা বাজারে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন যশোর- ৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। আর টালিখোলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক কাজী ইনাম আহমেদ।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন
বিপুল ও জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক।

টলিখোলায় জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন মিঠুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মেহেদী হাসান মিন্টু, শহর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সেলিম হোসেন, জেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, বর্তমান সহসভাপতি জবেদ আলী, সাধারণ
সম্পাদক নাছির উদ্দিন প্রমুখ।

কুয়াদা বাজারে আওয়ামী লীগ নেতা আব্দুল হালিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক শেখ আলাউদ্দিন মুকুল, লেবুতলার ইউপি চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাজাহারুল ইসলাম মাজাহার ও মণিরামপুরের ভোজগাতির ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।

বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফসিয়ার রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পলাশ বিশ্বাস, যুবলীগের নেতা মেহেদী হাসান, শেখ অপু, শেখ রানা, ইকবাল হোসেন প্রমুখ।

ফতেপুরের বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আনোয়ার হোসেন বিপুল। ইউপি সদস্য স্বপন গোস্বামীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ সোহবার হোসেন।

জেলা ওলামালীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলামের পরিচালনায় বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগের
যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোকলেচুর রহমান, অর্থ সম্পাদক আব্দুর রউফ, কৃষি বিষয়ক সম্পাদক ইমারত
হোসেন, সাবেক ইউপি সদস্য ইউনুস আলী মোল্লা প্রমুখ।

এদিকে, হৈবতপুর ইউনিয়নের কেসমত বাজারে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আনোয়ার
হোসেন বিপুল। এসময় বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামসুল হক বিশ্বাস ও সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক।

ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য দেন ৮ নম্বর ওয়ার্ড
আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা হক বিশ্বাস, ইউনিয়ন যুবলীগের আহবায়ক সরোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য আলমগীর হোসেন, আবদার রহমান, মকবুল হোসেন, সাবেক সদস্য আহমদ আলী প্রমুখ।