যশোর ২৫০ শয্যা হাসপাতালে জাগরণী চক্রের চিকিৎসা সরঞ্জাম প্রদান

করোনা ভাইরাস মোকাবেলায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জরুরী চিকিৎসা সরঞ্জাম প্রদান করেছে।

১ সেপ্টেম্বর ২০২১ (বুধবার) বেলা ১১টায় হাসপাতাল চত্ত্বরে এসব চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর হয়।

সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজুর পক্ষ থেকে দেয়া এসব চিকিৎসা সরঞ্জাম গ্রহণ করেন হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. হিমাদ্রী শেখর সরকার।

এসময় উপস্থিত ছিলেন জাগরণী চক্র ফাউন্ডেশনের পরিচালক কাজী মাজেদ নওয়াজ, বিশ্বজিৎ কুমার ঘোষ, জেষ্ঠ্য সহকারী পরিচালক শফিকুল ইসলাম মুক্তা, টমাস বিশ্বাস, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফ আহমেদ প্রমুখ।

প্রায় পাঁচ লক্ষ টাকার জরুরী চিকিৎসা সরঞ্জামের মধ্যে রয়েছে ৫০টি আয়রন কট বেড, ১২টি সেক্রেটরিয়েট টেবিল। গেল ২৮ আগস্ট ২০২১ হাসপাতালটিতে প্রায় ১৯ লক্ষ টাকার জরুরী চিকিৎসা সরঞ্জাম প্রদান করা হয়।

যার মধ্যে ছিলো- ৩টি প্লাজমা ভাইরাস স্টেরিলাইজার, ২টি বারো চ্যানেল ইসিজি মেশিন এবং ১০টি হুইল চেয়ার।