চীনের টিকা উপহারের প্রস্তাব প্রত্যাখ্যান করলো উত্তর কোরিয়া

kim

উত্তর কোরিয়াকে করোনা ভাইরাস প্রতিরোধী টিকার ৩০ লাখ ডোজ দিতে চেয়েছিল একমাত্র মিত্র চীন। কিন্তু সে প্রস্তাব প্রত্যাখ্যান করলো পিয়ংইয়ং।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বরাতে জানা যায়, বিশ্বের দরিদ্র দেশগুলোতে টিকার সুষম বণ্টন নিশ্চিতে জাতিসংঘের কোভ্যাক্স কর্মসূচির আওতায় উত্তর কোরিয়াকে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাকের তৈরি টিকা দেয়ার প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু সে প্রস্তাব ফিরিয়ে দেয় উত্তর কোরিয়া।

পিয়ংইয়ং এর পক্ষ থেকে জানানো হয় যে সব ডোজ তাদের দেয়ার কথা ছিল সেসব ডোজ মহামারিতে বিপর্যস্ত কোনো দেশে পাঠানোর জন্য বলা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, অন্তত গত ১৯ আগস্ট পর্যন্ত একজনের দেহেও করোনা ভাইরাস শনাক্তের খবর মেলেনি উত্তর কোরিয়া থেকে।

দেশটিতে স্বাস্থ্যকর্মী ও ফ্লু জাতীয় রোগে আক্রান্ত ৩৭ হাজার ২৯১ জনের নমুনা পরীক্ষা করা হলেও কেউই করোনা পজিটিভ ছিল না। মহামারির শুরু থেকেই ভাইরাসের বিস্তার রোধে কঠোর বিধিনিষেধ জারি রয়েছে উত্তর কোরিয়ায়। গত বছরের জানুয়ারিতে যেসব দেশ সর্বপ্রথম সীমান্ত বন্ধ ঘোষণা করে, তাদের অন্যতম উত্তর কোরিয়া।