উৎপাদন বেড়েছে, চুক্তিমতোই টিকা পাবে বাংলাদেশ

বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী বলেছেন, ভারতে করোনা টিকার উৎপাদন বাড়ানো হয়েছে। আশা করছি, চুক্তি অনুযায়ী বাংলাদেশকে টিকা দেয়া যাবে। তবে কবে নাগাদ টিকা পাওয়া যাবে, তা নির্দিষ্ট করে বলেননি তিনি।

বুধবার ৮ সেপ্টেম্বর আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় আখাউড়া স্থলবন্দরে যাত্রা বিরতিকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, দুই দেশের মধ্যে টুরিস্ট ভিসা বন্ধ থাকলেও ফ্যামিলি, ব্যবসা, চিকিৎসা ভিসা চালু আছে। আকাশপথেও যোগাযোগ শুরু হয়েছে।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে টুরিস্ট ভিসা চালু করা সম্ভব হবে। গত চার মাসে বাণিজ্য বেড়েছে দুই দেশের মধ্যে। রেলের মাধ্যমে পণ্য আমদানি-রপ্তানি বেড়েছে।

দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়াতে সড়ক, নৌপথ, রেলপথ উন্নত করা হচ্ছে। এতে করে দুই দেশই লাভবান হবে, যোগ করেন তিনি।