তালেবান সরকারকে স্বাগত জানালো চীন

কাবুল দখলের তিন সপ্তাহ পর গতকাল ৭ সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকারের ঘোষণা দিয়েছে আফগানিস্তানের সশস্ত্র ইসলামি গোষ্ঠী তালেবান। তালেবানের এই নতুন সরকারকে সরকারকে স্বাগত জানিয়েছে বর্তমান সময়ে যুক্তরাষ্ট্রের সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী চীন।

বুধবার (৮ সেপ্টেম্বর) বেইজিংয়ে এক নিয়মিত ব্রিফিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিং জানান আফগানিস্তানের নতুন সরকার ও নেতাদের সঙ্গে যোগাযোগ রাখবে চীন।

একই সঙ্গে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে তালেবানের প্রতি আহ্বান জানানো হয়। আফগানিস্তানে তালেবানের নতুন সরকার নিয়ে যখন অনেক দেশই ধীরে চলার নীতি অনুসরণ করছে তখন চীন সবার আগেই এটা জানিয়ে দিয়েছে যে, তারা তালেবান সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে প্রস্তুত রয়েছে।

এদিকে তালেবান তত্ত্বাবধায়ক সরকারের ঘোষণা দেওয়ার পরপরই তা নিয়েই উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটি বলেছে, তারা এ সরকারের কাজ দেখে তাদের মূল্যায়ন করবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন, নতুন সরকারের তালিকা আমরা লক্ষ্য করেছি। এখানে তালেবান ও তাদের ঘনিষ্ঠ সহযোগীরা থাকলেও কোনো নারী নেই। এছাড়া এমন কিছু ব্যক্তিকে নেয়া হয়েছে যাদের দেখে আমরা উদ্বিগ্ন।