মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার দাপুটে জয়

দাপুটে পারফরম্যান্স উপহার দিলেন লিওনেল মেসি। পেলেন দুরন্ত এক হ্যাটট্রিকের দেখা। তার ফুটবল জাদুতে আর্জেন্টিনা ৩-০ গোলে ধরাশায়ী করল বলিভিয়াকে।

ঘরের মাঠ বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের তিনটি গোলই করেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর মেসি।

সুবাদে আন্তর্জাতিক ফুটবলে গোল স্কোরিংয়ে পেলেকে ছাড়িয়ে গেছেন পিএসজি’র এ সুপারস্টার। মেসি ভেঙে দিয়েছেন পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলিয়ান লিজেন্ড পেলের দক্ষিণ আমেরিকান গোলের রেকর্ড।

ব্রাজিলের হয়ে পেলে করেছেন ৭৭ গোল। আর মেসি আলবিসেলেস্ত শিবিরকে উপহার দিলেন ৭৯ গোল। তবে দক্ষিণ আমেরিকার নারী-পুরুষের ফুটবল মিলিয়ে মেসি আছেন তৃতীয় স্থানে।

প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছেন ব্রাজিলের দুই নারী লিজেন্ড মার্তা (১০৯ গোল) ও ক্রিস্টিয়ান রোজেইরা (৯৬ গোল)। ৬৯ গোল নিয়ে পুরুষদের ফুটবলে তৃতীয় স্থানে রয়েছেন নেইমার।