বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি জানাল বিসিবি

১৭ অক্টোবর পর্দা উঠছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা আসর। এই টুর্নামেন্ট শেষ হবে ১৪ নভেম্বর। বিশ্বকাপের পরেও আন্তর্জাতিক ক্রিকেটে ঠাসা সূচি বাংলাদেশের।

দুবাইতে বিশ্বকাপ খেলে বাংলাদেশ সফর করবে পাকিস্তান। এই সফরে টাইগারদের বিপক্ষে তিন সংস্করণের সিরিজে খেলবে বাবর আজমের দল।

পাকিস্তানের বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বরের মাঝামাঝি সময় বাংলাদেশ-পাকিস্তান সিরিজ অনুষ্ঠিত হবে।

গণমাধ্যমে বিসিবি প্রধান নির্বাহী বলেন, পাকিস্তান সিরিজ বিশ্বকাপের পরপরই। এ ব্যাপারে ক্রিকেট অপারেশন্স বিভাগ পাকিস্তান বোর্ডের সাথে যোগাযোগ করছে। সব ফরম্যাটেই খেলা থাকবে, ওয়ানডে ও টেস্ট বেশি থাকবে।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে সফর সূচি চূড়ান্ত হয়ে যাবে। শুধু পাকিস্তান সফরই নয়, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সফরসূচি নিয়েও বোর্ডগুলোর মাঝে আলোচনা চলছে।

এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, দক্ষিণ আফ্রিকা বোর্ডের সঙ্গেও আমাদের যোগাযোগ হচ্ছে। পাকিস্তান সফরের পরপরই আমাদের নিউজিল্যান্ড সফর আছে। খুব ব্যস্ত সূচি। সেভাবেই ক্রিকেট অপারেশন্স বিভাগ বোর্ডগুলোর সঙ্গে যোগাযোগ করছে।

৬ বছর আগে ২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান। এরপর ২০২০ সালে পাকিস্তান সফরে গিয়েছিল লাল সবুজের দল।