রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলা, নিহত ৮

রাশিয়ার উরালের পার্ম স্টেট বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন।

আক্রমণকারী সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে ক্যাম্পাসে ঢুকে পড়ে এবং গুলি চালাতে শুরু করে। এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, পুলিশ ওই বন্দুকধারীকে আহত করে আটক করেছে। ধারণা করা হচ্ছে, হামলাকারী এখানকারই শিক্ষার্থী।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ছাত্ররা ক্যাম্পাসে ভবন থেকে জানালা দিয়ে জিনিসপত্র নিক্ষেপ করে পালানোর জন্য লাফিয়ে পড়ে।

কিছু রিপোর্ট বলছে, বন্দুকধারী সোশ্যাল মিডিয়ায় লিখেছিল, সে একা কাজ করছে এবং তার কোন রাজনৈতিক বা ধর্মীয় উদ্দেশ্য নেই।

বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ইভান পেচিশচেভ জানান, তিনি ছাত্রদের একটি ভবন থেকে দৌড়াতে এবং তৃতীয় তলার জানালা থেকে লাফিয়ে পড়তে দেখেছেন।