যশোরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ফরিদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে শুভেচ্ছা

যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে যাওয়া আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের নেতৃত্বে নেতাকর্মীরা।

আজ সোমবার দুপুরে মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর বাসভবনে গিয়ে শুভেচ্ছা জানান তারা। আগামী ৭ অক্টোবর যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোট গ্রহণের কথা ছিলো।

কিন্তু রবিবার শেষ দিনে লাঙ্গল প্রতীকের প্রার্থী নূরুল আমিন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছে মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী।

সোমবার দুপুরে আনোয়ার হোসেন বিপুলের নেতৃত্বে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান যশোর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে ফারুক আহমেদ কচি লেবুতলা ইউপি চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন,

সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ সোহরাব হোসেন, জেলা যুবলীগের বিজ্ঞান ও পাঠাগার বিষয়ক সম্পাদক শেখ আলাউদ্দিন মুকুল, জেলা শ্রমিক লীগের শ্রম বিষয়ক সম্পাদক সেলিম রেজা পান্নু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক,

সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাজহরুল ইসলাম, শহীদুজ্জামান শহীদ, কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাহারুল ইসলাম, দেয়াড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক জাফর ইকবাল, অভিনেতা শাহের খান রবি প্রমুখ।