চলতি অর্থবছরে দেশে ৬.৮% প্রবৃদ্ধির পূর্বাভাস এডিবির

adb

চলতি ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি ৬ দশমিক ৮ শতাংশ বাড়বে বলে মনে করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), যা সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে কম।

বুধবার প্রকাশিত ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও)-২০২১ আপডেট’ শীর্ষক এডিবির হালনাগাদ প্রতিবেদনে এমন আভাস দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারির মধ্যেও বাংলাদেশের অর্থনীতির পুনরুদ্ধার প্রক্রিয়া ভালোভাবে অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, চলতি অর্থবছরে সরকারের লক্ষ্যমাত্রা রয়েছে ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের। গত অর্থবছরে করোনা প্রাদুর্ভাবের মধ্যেও ৫ দশমিক ৪৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।