বন্দুকের নল না, জনগনই শেখ হাসিনার বড় শক্তি: মতিয়া চৌধুরী

motia chowdhury
ফাইল ছবি

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যা করার পরে বঙ্গবন্ধুর খুনিদের বেগম খালেদা জিয়া পার্লামেন্টে আসার সুযোগ করে দিয়েছিলো। সেখানে ঐ খুনীরা বলেছিলো, হ্যাঁ আমরা খুন করেছি।

কার সাধ্য আছে আমাদের বিচার করবে, কেউ আমাদের বিচার করতে পারবে না। মতিয়া চৌধুরী আরও বলেন, “আল্লাহ’র মাইর, দুনিয়ায় বাইর” কোন মার্শাল ল করে না, কোন স্পেশাল ট্রাইবুনালে না, এ দেশের সাধারন মানুষ যে কোর্টে বিচার পায়, সে কোর্টের রায়ের মাধ্যমে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের রায় শেখ হাসিনা কার্যকর করেছেন জনগনের সমর্থনে।

কাজেই বন্দুকের নল না, জনগনই শেখ হাসিনার বড় শক্তি। শনিবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগ, ইসলামপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী।

ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক বাবু অসীম কুমার উকিল এমপি,

সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হোসনে আরা,

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জি এস এম মিজানুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সরোয়ার জাহান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন প্রমুখ।

পরে দ্বিতীয় অধিবেশনে পুনরায় ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলালকে সভাপতি ও এ্যাডভোকেট আব্দুস সালামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।