অস্ট্রেলিয়াতে ফেসবুকে আর পোস্ট করবে না সিএনএন

অস্ট্রেলিয়াতে ফেসবুক পেজে আর কোনো পোস্ট করবে না সংবাদমাধ্যম সিএনএন। কয়েকদিন আগে অস্ট্রেলিয়ার আদালত সিদ্ধান্ত দিয়েছে যে, যেকোনো কন্টেন্টের নিচে মানহানিকর কোনো মন্তব্যের দায় প্রকাশককে নিতে হবে।

এর পরিপ্রেক্ষিতে সিএনএন ফেসবুকের কাছে অনুরোধ জানিয়েছিল, অস্ট্রেলিয়াতে যেন কমেন্ট সেকশন বন্ধ করা হয়। তবে ফেসবুক এতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াতে ফেসবুক পেজে পোস্ট করা বন্ধ করল সিএনএন।

অস্ট্রেলিয়ার হাইকোর্ট থেকে ওই নির্দেশনার আসার পর প্রথম কোনো সংবাদ মাধ্যম হিসেবে সিএনএন অস্ট্রেলিয়াতে ফেসবুকে নিষ্ক্রিয় হলো।

অস্ট্রেলিয়াতে সিএনএনের অবস্থান খুব শক্ত না হলেও তাদের এই সিদ্ধান্ত দেশটিতে অন্যদেরও একই রকম সিদ্ধান্ত নিতে প্রভাবিত করতে পারে।

সিএনএনের একজন মুখপাত্র এ বিষয়ে কথা বলতে গিয়ে ফেসবুক নিয়ে তাদের হতাশার কথা তুলে ধরেন।
অস্ট্রেলিয়ার জন্য ফেসবুকে নতুন করে কন্টেন্ট দেয়া বন্ধ করলেও দেশটিতে নিজেদের প্ল্যাটফর্মে কন্টেন্ট দিয়ে যাবে সিএনএন।

ফেসবুকের একজন মুখপাত্র বলছেন, অস্ট্রেলিয়ার আদালত থেকে সম্প্রতি যে রায় এসেছে, তা আবারও প্রমাণ করে যে দেশটিতে এ সংক্রান্ত আইনে সংশোধন প্রয়োজন। সূত্র : রয়টার্স