ম্যালওয়্যারে আক্রান্ত ‘কোটি অ্যান্ড্রয়েড ডিভাইস’

ম্যালওয়্যার ছড়াতে পারে এমন শঙ্কায় প্লেস্টোর থেকে প্রায় ২০০ অ্যাপ সরিয়েছে গুগল।

ম্যালিশাস অ্যাপের (ম্যালওয়্যার ছড়ায় এমন অ্যাপ) মাধ্যমে ইতোমধ্যে কোটিরও বেশি অ্যান্ড্রয়েড ডিভাইস আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মোবাইল সুরক্ষা সংস্থা জিমপেরিয়া জানিয়েছে, গত বছরের শেষ দুই মাসে ‘গ্রিফটহর্স’ নামের স্ক্যামিং ক্যাম্পেইনের আওতায় এসব অ্যাপের মাধ্যমে ম্যালওয়্যার ছড়ানো হয়েছে।

হার্ট রেট পালস ট্র্যাকার, হ্যান্ডি ট্রান্সলেটর প্রো এবং বাস মেট্রোলিস ২০২১ নামে ছড়িয়েছে এসব অ্যাপ।

গুগল এসব ক্ষতিকর অ্যাপের বিষয়ে কঠোর হলেও অনেক অ্যাপ নজরদারির বাইরে থাকছে। এসব অ্যাপ দেখতে সাদামাটা হলেও ফোনে ইনস্টলের পরই ক্ষতিকর নোটিফিকেশন পাঠাতে শুরু করে।

পুরস্কার পাওয়ার মতো লোভনীয় অফারের মাধ্যমে ম্যালওয়্যার ছড়িয়েছে এসব অ্যাপ। গুগল জানিয়েছে তারা এ বিষয়ে সতর্ক আছে।