শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে পরীক্ষামূলক ফেরি চলবে কাল

মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে প্রায় দেড় মাস বন্ধ থাকার পর আবারও ফেরি চলাচল শুরু হচ্ছে।

এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন জানিয়েছে, আগামীকাল সোমবার সকালে এ নৌপথে পরীক্ষামূলক ফেরি চলাচল করবে।

যদি সফলভাবে ট্রায়াল সম্পন্ন হয় তাহলে ফেরি চলাচল নিয়মিত হবে। বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন আহমেদ বলেন, পরীক্ষামূলক ফেরি চালানোর প্রস্তুতি চলছে।

সব ঠিক থাকলে ঊধ্বর্তন কর্তৃপক্ষ নির্ধারণ করবে কবে থেকে ফেরি চলবে। এর আগে বৃহস্পতিবার দুপুরে নৌপথের বিভিন্ন অংশ পরিদর্শন করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ ও বিআইডব্লিউটিসি ‘র প্রতিনিধিরা।

এ সময় তারা নৌপথে স্রোতের গতিবেগ কম দেখতে পান। পরিদর্শন শেষে প্রতিনিধি দল তাদের কিছু সিদ্ধান্তের কথা জানায়। এরপর সোমবার থেকে পরীক্ষামূলক ফেরি চালানোর সিদ্ধান্ত দেয় কর্তৃপক্ষ। ইতোমধ্যে ঘাটে ফেরি প্রস্তুত রাখা হয়েছে।