কেশবপুরে জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত

যশোরের কেশবপুরে জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রথম পর্বে বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রবিউল ইসলাম,

উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ তোরাবুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ মশিউর রহমান। এ প্রতিযোগিতায় ২২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে।

এর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে যথাক্রমে মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়, সাগরদাঁড়ি এমএম ইন্সটিটিউশন।

বিজ্ঞান অলিম্পিয়াড এর ফলাফল পরবর্তীতে প্রকাশ করা হবে। এ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মোঃ মিজানুর রহমান, জান্নাতুল ফেরদৌস, নাজমুল হোসেন, মাহবুবুর রহমান টুলু, খাইরুল বাশার।