করোনার বিপদ থেকে আমরা এখনও মুক্ত হতে পারিনি: ডব্লিউএইচও

who

টিকা না নেওয়া ব্যক্তিরা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ‘অহেতুক মারা’ যাচ্ছে।

মঙ্গলবার ৫ অক্টোবর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি বলছে, এই মহামারির বিরুদ্ধে লড়ার একমাত্র অস্ত্র হলো টিকা। করোনা থেকে রক্ষায় বৈশ্বিক টিকার সুষম বণ্টন ও মানুষের রোগপ্রতিরোধ বাড়ানোই একমাত্র উপায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ৫৬টি দেশ ডব্লিউএইচওর লক্ষ্য পূরণে পেছনে পড়েছে। চলতি বছর সেপ্টেম্বরের মধ্যে দেশগুলো মাত্র ১০ শতাংশ জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে পেরেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিশেষজ্ঞ ডাক্তার মারিয়া ভ্যান কেরখোভ বলেন, টিকা নেয়া ব্যক্তিদের হাসপাতালে ভর্তি ও মৃত্যুঝুঁকি অনেক কমে যায়। বৈশ্বজুড়ে ৫০ লাখ করোনা ভাইরাসের গুরুতর রোগী হাসপাতালে ভর্তি ও করোনার মৃত্যু থেকে রক্ষা পেয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুরু থেকেই বুস্টার ডোজের প্রয়োগের বিরোধিতা করে আসছে। এরই মধ্যে বিশ্বের বেশ কয়েকটি দেশে বুস্টার ডোজ প্রয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।

সংস্থাটি যেসব দেশ টিকার পর্যাপ্ত টিকা পাচ্ছে না সেদিকে শুরু থেকেই গুরুত্ব দিয়ে আসছিল। সংস্থাটির মতে, মাত্র ২৪টির মতো দেশে এখনও ২ শতাংশ মানুষকেও টিকার আওতায় আনা যায়নি। এমনকি দুই আফ্রিকাতেও কোনো ভ্যাকসিন প্রয়োগ করা হয়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা সতর্ক করে বলেন, বিশ্ব যেভাবে করোনা নিয়ন্ত্রণ করতে চাইছে এতে এই মহামারি দূর হবে না।

এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৪৮ লাখ ৩০ হাজার ৬৪০ জন এবং আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৬৫ লাখ ৫৯ হাজার ২১৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ কোটি ৩৭ লাখ ১১৪ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৪ কোটি ৪৭ লাখ ৮১ হাজার ২০০ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ২৪ হাজার ৭২৮ জনের।