নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপিত 

নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরে উদযাপিত হয়েছে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস।

দিবসটি উপলক্ষে বুধবার ৬ অক্টোবর সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হুসেন শওকতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান ও প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন বক্তব্য রাখেন।

সভায় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে জন্ম নিবন্ধনে শ্রেষ্ঠত্ব অর্জন করায় মণিরামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হোসেন ও চৌগাছার মেয়রসহ ৫ জনকে পুরস্কার প্রদান করা হয়।

সারা দেশে এবছর জন্ম নিবন্ধনে যশোর জেলা প্রথম এবং মৃত্যু নিবন্ধনে তৃতীয় স্থান অধিকার করেছে। গত বছর যশোরের অবস্থান ছিল ৬৩।