যানবাহনের ফিটনেস নবায়নের সময় বাড়ল

জরিমানা ছাড়া সব ধরনের মোটর‍যানের ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট ও ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময়সীমা বাড়ানো হয়েছে। এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ ফি দেয়া যাবে।

বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সহকারী সচিব জসিম উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, পূর্বের ধারাবাহিকতায় জরিমানা বাদে মূল কর ও ফি জমা দিয়ে সব ধরনের মোটরযানের কাগজপত্র, ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো।

প্রসঙ্গত, এর আগেও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বেশ কয়েকবার মোটরযানের কাগজপত্র হালনাগাদ করার সময় বাড়িয়েছে।