৬৮ বছর পর ফের টাটার হাতে এয়ার ইন্ডিয়া

ভারতের সরকারি বিমান সংস্থা ‘এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস’-এর নিয়ন্ত্রণ পাচ্ছে টাটা গোষ্ঠী। শুক্রবার কেন্দ্রীয় সরকার সূত্রে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় সরকার জানায়, টাটা সন্সের ১৮ হাজার কোটি টাকার দরপত্রটি অনুমোদন পেয়েছে। এর মাধ্যমে ৬৮ বছর পর ফের এয়ার ইন্ডিয়ার মালিকানা পাচ্ছে টাটা।

দরপত্র অনুমোদন পাওয়ায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ১০০ শতাংশ মালিকানা পাবে রতন টাটার সংস্থা। এছাড়া, এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসেসের ৫০ শতাংশ অংশীদারিও টাটার হাতে যাচ্ছে।

ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের অধীনে থাকা বিলগ্নিকরণ এবং রাষ্ট্রায়ত্ত সংস্থা নিয়ন্ত্রণ দফতরের সচিব তুহিন কান্ত জানান, টাটা নিয়ন্ত্রিত টালিস প্রাইভেট লিমিটেডের দরপত্রটি অনুমোদন পেয়েছে।

এয়ার ইন্ডিয়ার নিয়ন্ত্রণ পাওয়ার বার্তা টুইট করেছেন রতন টাটা। টাটা গোষ্ঠী ছাড়াও বেসরকারি বিমান সংস্থা স্পাইস জেটের কর্ণধার অজয় সিংহ এয়ার ইন্ডিয়ার শেয়ার কেনার জন্য দরপত্র জমা দিয়েছিলেন।

১৯৩২ সালে টাটা গোষ্ঠীরই হাত ধরে শুরু হয়েছিল দেশের প্রথম বিমান সংস্থা। দেশের প্রথম পাইলট জে আর ডি টাটা প্রতিষ্ঠিত সেই টাটা এয়ারলাইন্সের নাম বদলে ১৯৪৬ সালে হয় এয়ার ইন্ডিয়া। স্বাধীনতার পর ১৯৫৩ সালে এয়ার ইন্ডিয়ার দখল চলে যায় সরকারের হাতে।