যশোরের আইন শৃংঙ্খলা সন্তোষ জনক পর্যায়ে রয়েছে

Jessore map

যশোরের আইন শৃংঙ্খলা সন্তোষ জনক পর্যায়ে রয়েছে। সবাই মিলে এটাকে আরো ভালো রাখার চেষ্টা করতে হবে।

যশোর জেলা প্রশাসনের উদ্যোগে রোববার ১০ অক্টোবর সকালে কালেক্টরেট সভা কক্ষে অনুষ্ঠিত জেলা আইন শৃংঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান একথা বলেন।

সভায় পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন, দুর্গাপূজায় আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর ভাবে নিয়ন্ত্রণ করা হবে। চাঁদাবাজি, সন্ত্রাসী, ছিনতাইয়ের ঘটনার খবর পেলে আইনের আওতায় কঠোর ব্যবস্থা নেয়া হবে।

যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন বলেন, যশোরে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আছে। যথাযথ ভাবে সেবা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে।

পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা হায়দান গনী খান পলাশ বলেন, আইন শৃংঙ্খলা রক্ষায় সহযোগিতা করা হবে।

পৌরএলাকার ময়লা আবর্জনা পরিষ্কার করা হবে। যশোর জেলা শিক্ষা অফিসার একেএম গোলাম আযম বলেন, যশোরে লেখাপড়ার মান ও পরিবেশ ভাল রয়েছে।

আরো বক্তব্য রাখেন যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজি সায়েমুজ্জামান, পিপি ইদ্রিস আলী, যশোর আনসার ভিডিপির কমান্ড্যান্ট সঞ্জয় কুমার সাহা, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, মনিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানমসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।