পূজাকে ঘিরে যশোরে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা রয়েছে: পুলিশ সুপার

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে যশোরের মণ্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে বলে জানিয়েছেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।

শুক্রবার (১৫ অক্টোবর) বাঘারপাড়া উপজেলার খাজুরা কালিবাড়ি মন্দিরে কেন্দ্রীয় পূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন।

পুলিশ সুপার বলেন, যশোরে দুর্গাপূজা উৎসব কেন্দ্র করে তেমন ঝুঁকি দেখছি না। তবে আশংকার কথাও উড়িয়ে দিচ্ছি না। জঙ্গিরা এখন অনলাইনে সক্রিয়। তারা নানা ধরনের পোস্ট দিচ্ছে।

তবে কেউ তাদের পোস্ট দেখে উদ্বুদ্ধ হয়েছে, এমন কাউকে পাওয়া যায়নি। আমরা অ্যালার্ট আছি। প্রলয় কুমার জোয়ারদার বলেন, সত্য ও শুভবোধের জয় হবেই।

পুলিশের পাশাপাশি নিজেদের নিরাপত্তার ব্যাপারে নিজেদেরই সতর্ক থাকবে হবে। তারপরও কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পেলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাবেন।

এদিন বেলা ১২টায় পূজা মণ্ডপ পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ফরিদুজ্জামান, খাজুরা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক আলমগীর হোসেন,

বাঘারপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার অধিকারী, সাধারণ সম্পাদক বাবলু সাহা, সমাজকল্যাণ সম্পাদক লিন্টু রায়,

উপজেলা যুবলীগের সদস্য রুবেল রানা, খাজুরা কালিবাড়ি মন্দির কমিটির সহ-সভাপতি গোপাল পাল, সাধারণ সম্পাদক সনজিত কুমার ঘোষ, মন্দিরের পুরোহিত মৃত্যুঞ্জয় মজুমদার প্রমুখ।