যশোর সদর উপজেলা পরিষদে ফরিদ চৌধুরীর দায়িত্ব গ্রহণ

যশোর সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী দায়িত্ব গ্রহন করেছেন। সোমবার (১৮ অক্টোবর) সকালে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের কাছ থেকে দায়িত্ব গ্রহন করেন।

দায়িত্ব গ্রহনের পর মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন, জেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফারুক আহমেদ কচি,

সমাজকল্যাণ সম্পাদক সুখেন মজুমদার, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দাউদ হোসেন দফাদার, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ সোহরাব হোসেন,

লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মাজহারুল ইসলাম মাজহার, শহীদুজ্জামান শহীদ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য কামাল হোসেন, জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন মিঠু, শিক্ষা ও পাঠাগার সম্পাদক শেখ আলাউদ্দিন মুকুল, ক্রীড়া সম্পাদক নাজমুল হুদা পনি, উপ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক শুভল রায়, সদস্য শফিকুল ইসলাম পারভেজ, জেলা মহিলা লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাকিলা আফরোজ মিমি,

সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুর রহমান শহীদ, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাজেদুল হক রিপন, সদর উপজেলা যুবলীগের সদস্য মফিজুর রহমান,

দেয়াড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক জাফর ইকবাল, যুগ্ম- আহবায়ক আখতারুল কবির মিলন, চিত্র নায়ক সাহের খান রবি, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বি এম জাকির হোসেন, জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি মাহবুব আলম বিদ্যুত, সাধারণ সম্পাদক আহসানুল করীম রহমান,

জেলা ছাত্রলীগের সাবেক উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক রেজোয়ান হোসেন মিথুন, শহর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক তছিকুর রহমান রাসেল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কায়েস আহমেদ রিমু, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম শফিক, শেখ সোহেল প্রমুখ।

এরপর মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে শুভেচ্ছা জানান, ফতেপুর ইউনিয়ন আওয়ামী, আরবপুর ইউনিয়ন আওয়ামী লীগ, কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ, কচুয়া ইউনিয়ন আওয়ামী লীগ,

উপশহর ইউনিয়ন আওয়ামী লীগ, নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগ, সদর উপজেলা যুবলীগের সাবেক নেতৃবৃন্দ, বাঘারপাড়া উপজেলা যুবলীগের সাবেক নেতৃবৃন্দ।